সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলংগা থানার হাটকান্দা গ্রামে অভিযান চালিয়ে সোহেল রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। সে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৈরগাতী ভদ্রঘাট গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে র্যাব -১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২৯২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি সিমকার্ড ও ১’শ ৯০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। সম্পাদনা : আলআমিন