শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য ইকুয়েডরের প্রতি কৃতজ্ঞ বাংলাদেশ, উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত দেশটির ভাইস মিনিস্টার দিয়েগো এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

কূটনৈতিক প্রতিবেদক : বৃহস্পতিবার ইকুয়েডর সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক ভাইস মিনিস্টার দিয়েগো কাইসিডোর সাথে কিটোতে আলোচনায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সম্পর্ক জোরদারে সম্মত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি সম্পর্কে দিয়েগোকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি অর্থনৈতিক কূটনীতির বিষয়ে সরকারের বর্তমান অগ্রা ধিকারের কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের পণ্য ও সেবা বিশেষ কে তৈরি পোশক ও ওষুধ এবং দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের বিষয়ে অবহিত করেন, যা ইকুয়েডর ব্যবহার করতে পারে। তারা দ্বিপক্ষীয় চুক্তি এবং আঞ্চলিক বাণিজ্য সংস্থাগুলোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

ইকুয়েডর সরকার আয়োজিত গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) শীর্ষ সম্মেলনে যোগ দিতে এক সপ্তাহের সফরে দেশটিতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়