শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার যাত্রা শুরু করছে ঐতিহ্য প্রকাশনীর ‘নির্বাচিত’

রোকেয়া ডিডি : চলতি বছরের শুরুতেই ‘নির্বাচিত’ নামে বই বিপণন প্রতিষ্ঠান চালু করার ঘোষণা দিয়েছিল সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’। আগামীকাল শনিবার থেকে সারা দেশে পাঁচটি শাখা উদ্বোধনের মাধ্যমে ‘নির্বাচিত’ যাত্রা শুরু করবে। দেশ-বিদেশের খ্যাতনামা প্রকাশক এবং লেখকদের বাছাই করা বই থাকবে ‘নির্বাচিত’তে।

পর্যায়ক্রমে ৬৪ জেলায় শতাধিক প্রতিষ্ঠান চালু করবে তারা। নির্বাচিত’র সিলেট শাখার অবস্থান পূর্ব জিন্দাবাজারের নেহার মার্কেট। খুলনা শাখা অবস্থিত বয়রা বাজারের ব্যাংক এশিয়া ভবনে। বরিশাল শাখার অবস্থান কলেজিয়েট স্কুলসংলগ্ন বিএম কলেজ রোডে। ঢাকায় উত্তরার রাজউক ট্রেড সেন্টারে (সেক্টর-৭) এবং কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামে শাখা রয়েছে। এছাড়া, ০১৬৭১৫০১৬৮৮ নম্বরে ফোন করে ‘নির্বাচিত’ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

প্রতিষ্ঠানটির সিইও আরিফুর রহমান নাঈম বলেন,‘বই প্রকাশ করা খুব একটা কঠিন না হলেও- বিপণনে হোঁচট খেতে হয়। বেশিরভাগ সময়ই পাঠকরা তাদের পছন্দের বই খুঁজে পান না, বিশেষ করে যারা জেলা বা উপজেলা শহরে থাকেন। যদিও অনলাইনে বই কেনার কিছু শপ নেটে রয়েছে। কিন্তু পাঠকের বইয়ের গন্ধ শুঁকে বা হাত বুলিয়ে, পৃষ্ঠা উল্টে দেখার সুযোগ প্রায় ছিলই না। এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ‘ঐতিহ্য’।’

তিনি জানান, ইতোমধ্যে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অনন্যা, সাহিত্য প্রকাশ, আদর্শ, গার্ডিয়ান পাবলিকেশনস, ইত্যাদি, ঐতিহ্য, শব্দশৈলী, ভাষাচিত্র, রোদেলা, স্বরে-অ, গদ্য-পদ্য, অগ্রদূত এন্ড কোম্পানি, কথা প্রকাশ, পাঞ্জেরী, দ্যু, কবি, মূর্ধন্যসহ আরও বেশ কিছু বাংলাদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের বই নিয়ে সাজানো হয়েছে নির্বাচিত। এছাড়াও থাকছে Penguin, Random House, Harvard Business Review, Vintage, Pan Macmillan, Herper Collins, Blomsbury, Hachette, Rupa - এর মতো বিশ্বসেরা প্রকাশকদের বাছাই বই। অচিরেই ভারতে প্রকাশিত বাংলা বইও পাওয়া যাবে নির্বাচিত'তে।

জানা গেছে, এছাড়াও পাঠকদের জন্য থাকবে অর্ডার করে বই পাওয়ার সুযোগ। অর্থাৎ পাঠক তার চাহিদা নির্বাচিত'র যেকোনো বিক্রয়কেন্দ্রে জানালে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে সেই বই। তাছাড়া অচিরেই ঘরে বসেও পাঠকরা বই সংগ্রহ করতে পারবেন নির্বাচিত থেকে।

উল্লেখ্য, সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের যাত্রা শুরু হয়েছিল ২০০০ সালে। পাঠকের কাছে বই পৌঁছে দিতেই নেওয়া হয়েছে নতুন উদ্যোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়