শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার থেকে চট্রগ্রাম মহাসড়কে চলতে শুরু করবে প্রধানমন্ত্রীর দেওয়া ‘উপহার’ ১০টি স্কুলবাস

রাজু চৌধুরী, চট্টগ্রামের : স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ‘উপহার’ ১০টি স্কুলবাস রোববার (২৬ জানুয়ারি) থেকে চলাচল শুরু করবে চট্টগ্রামের সড়কে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এসব স্কুলবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার বাস উদ্বোধনের পর রোববার থেকে চট্টগ্রামের দুইটি রোডে স্কুলবাস শিক্ষার্থীদের বহন করা শুরু করবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু হাসান সিদ্দিক।

মাত্র ৫ টাকা ভাড়ায় যে কোনো স্টপেজে নামতে পারবে তারা। ‘শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া সংগ্রহের জন্য বাসে কোনো লোক থাকবে না। একটি নির্ধারিত বক্সে শিক্ষার্থীরা ভাড়া জমা দেবে। প্রতিটি বাসে ৪টি করে সিসিটিভি ক্যামেরা থাকবে। বাসের সব কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।

জেলা প্রশাসন ও বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের জন্য বাংলা নববর্ষের উপহার হিসেবে ১০টি স্কুলবাস প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে বিআরটিসি থেকে ১০টি ডাবল ডেকার বাস চট্টগ্রামে পাঠানো হয়।
মন্ত্রণালয়ের অনুমোদনের পর চলতি বছরের জানুয়ারিতে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত তৈরির প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের সঙ্গে স্পন্সর চুক্তি সই করা হয়। চুক্তি অনুযায়ী ১০টি স্কুলবাসের রক্ষণাবেক্ষণ খরচ বাবদ দুই বছরে ১ কোটি ২০লাখ টাকার আর্থিক সহায়তা দেবে জিপিএইচ ইস্পাত। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়