শাহনাজ বেগম : যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের ব্যস্ত এলাকায় বুধবার ম্যাকডোনাল্ডের একটি ফাস্টফুড আউটলেটের কাছ থেকে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ প্রধান কারমেন বেস্ট জানিয়েছেন। দুই দিনেরও কম সময়ে সিয়াটলে এটি তৃতীয় হামলার ঘটনা। এ ঘটনার পর ওই এলাকায় স্কুল, গীর্জা, সিনেমা ও অন্যান্য পাবলিক স্থানগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আল-জাজিরা
গুলিতে গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে হারবারভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অন্য একজন নারী ও একজন শিশুর অবস্থা সঙ্কটাপন্ন বলে কোমো টিভি নিউজে জানিয়েছে। ওই সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানিয়েছেন, বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
টেইলার পারসন নামে ম্যাকডোনাল্ডের পাশের দোকানের মালিক জানান, গোলাগুলির শব্দ শোনার পর একজন মাটিতে পড়ে যায় এবং ভীতসন্ত্রস্ত অনেকে দৌঁড়ে এসে তার দোকানে আশ্রয় নেয়।
সরকারি পরিসংখ্যান অনুসারে যুক্তরাষ্ট্রের ২০১৭ সালের পর এ পর্যন্ত আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা বা আত্মহত্যার মত ঘটনায় প্রায় ৪০ হাজার মানুষ মারা গেছেন। সম্পাদনা : রাশিদুল