দেবদুলাল মুন্না: সাবেক সেনা সদস্য’র নাম বিউন হুই সু। ২২ বছর বয়সী ওই সাবেক সেনা সদস্য বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ছেলে পরিচয়ে সেনাবাহিনীতে যোগদান করলেও সম্প্রতি লিঙ্গান্তরিত হয়ে মেয়ে হয়ে যান বিউন হুই সু। লিঙ্গান্তরিত হওয়ার কারণে তাকে বরখাস্ত করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তবে বরখাস্ত হওয়ার ঘটনাকে চরম অসহিষ্ণুতা বলে দাবি করেছেন বিউন হুই সু ।
প্রসঙ্গত, লিঙ্গান্তর এবং যৌন বিষয়ক দৃষ্টিভঙ্গি দক্ষিণ কোরিয়ায় ধীরে ধীরে পাল্টাচ্ছে। দেশটিতে ২০ বছর বয়সের পরে যে কেউ চাইলে লিঙ্গান্তর স্ব ইচ্ছায় করতে পারেন। তবে সেনাবাহিনীর সদস্যের লিঙ্গান্তর হওয়ার ঘটনা দক্ষিণ কোরিয়ায় এ প্রথম ঘটলো ।