শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিন অপেক্ষা করেও মিলছে না ই-পাসপোর্ট, বিপাকে মানুষ

মিনহাজুল আবেদীন: অনেকে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছে, প্রবাস থেকে দেশে ফিরে, অনেকে পড়াশোনার জন্য বিদেশ যাবে, আবার অনেকে চিকিৎসার জন্য বাইরে যাবে। কিন্তু দীর্ঘ দিন অপেক্ষা করেও পাসপোর্ট হাতে পাচ্ছে না তারা; যার ফলে বেশির ভাগ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

বুধবার বিবিসি বাংলাকে সৌদি প্রবাসী নাসির উদ্দীন বলেন, আজ প্রায় ২ মাস ২০ দিন হয়ে গেল, আমার পাসপোর্ট পাইনি, আমার ভিসার মেয়াদ আছে আর মাত্র ৭ দিন। যদি এর মধ্যে আমি পাসপোর্ট না পাই, তাহলে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।

এদিকে দুবাই প্রবাসী আফসানা বলেন, আমি দুবাই থেকে দেশে ফিরে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলাম। কিন্তু ৩ মাস হয়ে গেল পাসপোর্ট পাচ্ছি না, এদিকে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞসা করলে বলছে, মেসেজ যাবে কিন্তু সেটাও আসছে না।

অভিযোগের পর বুধবার বিবিসি বাংলার অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিদর্শক মেজর জেনারেল শাকিল বলেন, ২০১৫ সালে মেশিন রিডেবল পাসপোর্ট চালু করা হয়েছিল, এখন সেই পাসপোর্ট গুলোর মেয়াদ শেষ হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। তবে পাসপোর্ট পেতে বিলম্ব কমিয়ে আনার চেষ্টা চলছে।

তবে এ অধিদপ্তরের বিভিন্ন সূত্র বলছে, পাসপোর্ট আবেদনকারীর বইয়ের মূল তথ্য, দেশে ছাপানোর ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে। ১০ বছর ধরে ৩টি মেশিনে তথ্য ছাপানো হচ্ছে, যার ফলে মেশিনের কার্যক্ষমতা কমে গেছে। এখন দিনে সর্বোচ্চ ১৫ হাজার পযর্ন্ত পাসপোর্ট ছাপানো হচ্ছে, কিন্তু প্রতিদিন ২২ হাজারের বেশি আবেদন জমা পড়ছে। সম্পাদনা: রাশিদ
#

  • সর্বশেষ
  • জনপ্রিয়