মিনহাজুল আবেদীন: অনেকে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছে, প্রবাস থেকে দেশে ফিরে, অনেকে পড়াশোনার জন্য বিদেশ যাবে, আবার অনেকে চিকিৎসার জন্য বাইরে যাবে। কিন্তু দীর্ঘ দিন অপেক্ষা করেও পাসপোর্ট হাতে পাচ্ছে না তারা; যার ফলে বেশির ভাগ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
বুধবার বিবিসি বাংলাকে সৌদি প্রবাসী নাসির উদ্দীন বলেন, আজ প্রায় ২ মাস ২০ দিন হয়ে গেল, আমার পাসপোর্ট পাইনি, আমার ভিসার মেয়াদ আছে আর মাত্র ৭ দিন। যদি এর মধ্যে আমি পাসপোর্ট না পাই, তাহলে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে।
এদিকে দুবাই প্রবাসী আফসানা বলেন, আমি দুবাই থেকে দেশে ফিরে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলাম। কিন্তু ৩ মাস হয়ে গেল পাসপোর্ট পাচ্ছি না, এদিকে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞসা করলে বলছে, মেসেজ যাবে কিন্তু সেটাও আসছে না।
অভিযোগের পর বুধবার বিবিসি বাংলার অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিদর্শক মেজর জেনারেল শাকিল বলেন, ২০১৫ সালে মেশিন রিডেবল পাসপোর্ট চালু করা হয়েছিল, এখন সেই পাসপোর্ট গুলোর মেয়াদ শেষ হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। তবে পাসপোর্ট পেতে বিলম্ব কমিয়ে আনার চেষ্টা চলছে।
তবে এ অধিদপ্তরের বিভিন্ন সূত্র বলছে, পাসপোর্ট আবেদনকারীর বইয়ের মূল তথ্য, দেশে ছাপানোর ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে। ১০ বছর ধরে ৩টি মেশিনে তথ্য ছাপানো হচ্ছে, যার ফলে মেশিনের কার্যক্ষমতা কমে গেছে। এখন দিনে সর্বোচ্চ ১৫ হাজার পযর্ন্ত পাসপোর্ট ছাপানো হচ্ছে, কিন্তু প্রতিদিন ২২ হাজারের বেশি আবেদন জমা পড়ছে। সম্পাদনা: রাশিদ
#