বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে র্যাবের নাম পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি করা মো. নূরে আলম (৫০) কে আটক করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব) ৮ এর সদস্যরা।
বুধবার দিবাগত রাতে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটক নুর আলম র্যাবের নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে র্যাব দ্বারা ধরে মামলায় ফেলে হয়রানি করার হুমকি দিত সে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর একটি বিশেষ দল বুধবার কেদারপুর খেয়াঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে। সে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। র্যাবের নামে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানা রকমভাবে ভয়-ভীতি দেখিয়ে চাঁদার টাকা উত্তোলন করে সে। তাকে আটকের ঘটনায় এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে। একই সাথে প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের নাম ব্যবহার করে যে কোন ধরনের চাঁদাবাজিসহ অপরাধের খবর সরাসরি র্যাবকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আটক নুর আলম উপজেলার পশ্চিম ভূতেরদিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে। সম্পাদনা : আলআমিন