ইসমাঈল ইমু: রাজধানীর উত্তরায় নিজ বাসার সামনে মঙ্গলবার রাত ১০ টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বুধবার রাতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওই রাতে এক বন্ধুর সাথে দেখা করতে বাসার সামনে নামলে ওই যুবক খেলনা পিস্তল নিয়ে তার দিকে ধেয়ে আসে। তখন তাকে জাপটে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ জানান, বুধবার ভ্রাম্যমান আদালতে তোলা হয় যুবককে। আদালত যুবককে এক মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সম্পাদনা : খালিদ আহমেদ
এ ঘটনায় ভুক্তভোগী সংস্কৃতি প্রতিমন্ত্রী মামলা দায়ের করেনি জানিয়ে পরিদর্শক কায়কোবাদ আরো বলেন, যুবকের ব্যাগে ছেড়া জুতা ও জামা পাওয়া গেছে। সে প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে।সম্পাদনা : খালিদ আহমেদ