শিরোনাম
◈ কমনওয়েলথ গেমস আ‌য়োজ‌নের দা‌য়িত্ব পে‌লো ভারত, ভেন‌্যু আহমেদাবাদ  ◈ বাহরাইনকে হারিয়ে এ‌শিয়ান কা‌পের মূলপ‌র্বের কাছাকা‌ছি  বাংলাদেশ ◈ চীনের সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে ◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত

আশরাফুল নয়ন : বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়। তবে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রঞ্জিত কুমার(২৫), দিঘীপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৫) এবং কাঁটাপুকুরের মৃতৃ জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২)।

স্থানীয়রা জানান, বুধবার রাতে কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে অবৈধভাবে গরু আনতে প্রবেশ করে। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্য গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গরু ব্যবসায়ী মফিজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে তার মৃত পড়ে ছিল। নিহত অপর দুই গরু ব্যবসায়ী রঞ্জিত কুমার ও কামাল হোসেনের (৩২) মৃতদেহ ভারতের ৮০০ গজ অভ্যন্তরে পড়ে ছিল।

১৬-বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান তিনজন গুলিবিদ্ধের বিষয়টি শুনেছেন। তবে গুলি বিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন বলে জানান।

এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়