শিরোনাম
◈ ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি ১০ নভেম্বর পর্যন্ত ◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু মৃধা আর নেই

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদপুর স্পেশাল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম রব্বানী বাবু মৃধা আর নেই।

বুধবার (২২ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তার বাড়ি ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায়।
তার মৃত্যুর খবরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, মরহুমের নামাজে জানাজা বাদ যোহর ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এর আগে তার গ্রামের বাড়ি মধুখালী উপজেলার ম্যাকচামিতে মরদেহ নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন শোক জানিয়েছেন। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগ, ফরিদপুর আইনজীবী সমিতি, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়