শিরোনাম
◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী এক মঞ্চে  

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোয়নকে কেন্দ্র করে বিএনপির  দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। সারাদেশে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল মিটিং, সভা সমাবেশ করে যাচ্ছে। বুধবার (১৯ নভেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় দ্বিধা  বিভক্তি ভুলে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ প্রার্থী একই মঞ্চে উঠেছেন। তাদের দাবী এ ৭ জনের যেকোন একজনকে মনোনয়ন দিতে হবে।

চারভাগে বিভক্ত বিএনপির একটি গ্রুপের নেতৃত্বে  রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমএ মান্নান। অপর গ্রুপে রয়েছেন মনোনয়ন বঞ্চিত  জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

অন্যটিতে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ। আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম।

এই চারনেতাসহ মঞ্চে যে ৭ নেতা রয়েছেন তারা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান  মঞ্জু, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু ছায়েদ, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

বক্তারা বলেন, অচিরেই আমাদের পছন্দের প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আাছি, আমরা চাই, দলীয় হাইকমান্ড মনোনয়ন পরিবর্তন করে তৃণমুল নেতাকর্মীদের মনের ইচ্ছা পূরণ করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়