শিরোনাম
◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নেই, বললেন ভিপি নুর

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। বুধবার বিকেলে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে ডাকা এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শিক্ষার্থীকে সার্জেন্ট জহুরুল হক হলের গেস্টরুমে ডেকে নিয়ে শিবির সন্দেহে নির্যাতনের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য।

ছাত্রলীগের নির্যাতনের পরেও দলকানা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মন্তব্য করে ভিপি নুরুল হক বলেন, গতকাল রাতে জহুরুল হক হলে চারজনকে ছাত্রলীগ নির্যাতন করেছে। তারা বেধড়ক পিটিয়েছে। যে নির্যাতন করেছে তা আমি শাহবাগ থানায় গিয়ে দেখেছি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরারকে যেভাবে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে ভিপি নুর বলেন, তাদেরকে (জরুল হক হলে নির্যাতনের শিকার ৪ শিক্ষার্থী) আবরারের মত পিটিয়েছে। হাতুড়ি দিয়ে, স্টাম্প দিয়ে পিটিয়েছে। হয়তো এই চারজনের মধ্যে কেউ একজনের আবরারের মতো পরিণতি হতে পারত।

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের নেতৃত্বে হলে হলে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি বলেন, ছাত্রলীগের নির্যাতন নিপীড়ন থেকে কেউ রেহাই পাচ্ছে না। আমি ভিপি হয়েও ডাকসু ভবনে নির্যাতনের শিকার হয়েছি। তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?

বিক্ষোভ মিছিলে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং একাডেমিক ভবন প্রদক্ষিণ করে। ঘটনাস্থল জহুরুল হক হলের সামনে গিয়েও শিক্ষার্থীরা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়