মহসীন কবির : বুধবার (২২ জানুয়ারি) আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একথা বলেন। ডিবিসি টিভি ও বাংলানিউজ
সিইসি কেএম নূরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত আছেন।
ইসি পরিকল্পনা নিয়েছে ভোটের আগে ও পরে ৫ দিন কেন্দ্র পাহারা দেওয়া। ভোটকেন্দ্রে নিয়োজিত রাখা হবে ১৬ থেকে ২০ জনের ফোর্স। আগামী ১ ফেব্রুয়ারি ২ সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে।