জামাল হোসেন , জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গা জীবননগর পিয়ারাতলায় প্লাষ্টিকের বাস্তবায়ন মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় চাউল ও মুদি ব্যবসায়ীকে নগদ অর্থ জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা গেছে, বুধবার দুপুরে ভেজাল বিরোধী অভিযানের ভ্রাম্যমাণ আদালতে জীবননগর পিয়ারাতলা মোড়ে রাজ ট্রেডার্স নামের একটি চাউলের দোকানে প্লাষ্টিকের বাস্তবায়ন চাউল বিক্রয় ও দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে নগদ ২ হাজার এবং মারুফ খান ট্রেডার্স নামের মুদিখানা দোকানিকে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য, মূল্য তালিকা না টাঙানোর অপরাধে নগদ ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা জেলা সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ,উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আনিসুর রহমানসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। সম্পাদনা:জেরিন