শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ আয়োজনে প্রস্তাব নিয়ে গাঙ্গুলির সঙ্গে দেখা করতে ভারত গেলেন বিসিবির প্রধান নির্বাহী

নিজস্ব প্রতিবেদক : জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই উপলক্ষ্যে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে ২টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যকার আরো একটি ম্যাচ ভারতে আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ভারতে গেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘মার্চের খেলা নিয়েই মূল আলোচনা হবে। এ ছাড়া আরও কিছু বিষয় নিয়ে কথা হবে।’

সৌরভ গাঙ্গুলি ক’দিন আগেই জানিয়েছেন, আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়াম পুনরায় উদ্বোধন করতে চান এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

সিরিজ একটি হলে ভারতে অনুষ্ঠিত এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচেও থাকবে বঙ্গবন্ধুর নাম। এ ছাড়া ভারত তাদের কোন কোন খেলোয়াড়কে এই সিরিজে পাঠাচ্ছে সেটা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে গাঙ্গুলির সঙ্গে বিসিবির প্রধান নির্বাহীর বৈঠকে।

এই ম্যাচ দুটি আগামী মার্চে আয়োজন করতে চায় বিসিবি। এই সিরিজে এশিয়া একাদশের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারতের ক্রিকেটারদের। পাকিস্তান আগেই জানিয়েছে তারা এই সিরিজে খেলোয়াড় পাঠাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়