শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের ম্যাচ আয়োজনে প্রস্তাব নিয়ে গাঙ্গুলির সঙ্গে দেখা করতে ভারত গেলেন বিসিবির প্রধান নির্বাহী

নিজস্ব প্রতিবেদক : জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই উপলক্ষ্যে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে ২টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যকার আরো একটি ম্যাচ ভারতে আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার ভারতে গেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘মার্চের খেলা নিয়েই মূল আলোচনা হবে। এ ছাড়া আরও কিছু বিষয় নিয়ে কথা হবে।’

সৌরভ গাঙ্গুলি ক’দিন আগেই জানিয়েছেন, আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়াম পুনরায় উদ্বোধন করতে চান এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

সিরিজ একটি হলে ভারতে অনুষ্ঠিত এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচেও থাকবে বঙ্গবন্ধুর নাম। এ ছাড়া ভারত তাদের কোন কোন খেলোয়াড়কে এই সিরিজে পাঠাচ্ছে সেটা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে গাঙ্গুলির সঙ্গে বিসিবির প্রধান নির্বাহীর বৈঠকে।

এই ম্যাচ দুটি আগামী মার্চে আয়োজন করতে চায় বিসিবি। এই সিরিজে এশিয়া একাদশের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারতের ক্রিকেটারদের। পাকিস্তান আগেই জানিয়েছে তারা এই সিরিজে খেলোয়াড় পাঠাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়