শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে যৌতুকের জন্য স্ত্রীর চুল কেটে দিলেন পাষণ্ড স্বামী

ডেস্ক নিউজ: মঙ্গলবার রাতে যশোরের ঝিকরগাছায় যৌতুকের টাকার জন্য কাঁচি দিয়ে স্ত্রীর চুল কেটে দেন পাষণ্ড স্বামী।পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেন।

সাদ্দামের বাড়ি ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মনিরামপুর উপজেলার ওই নারীর সঙ্গে পাঁচ বছর আগে সাদ্দাম হোসেনের বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি সন্তান আছে।

নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, তার স্বামী সাদ্দাম হোসেন মাদকাসক্ত। বিয়ের পর যৌতুকের দাবিতে তিনি তাকে প্রায়ই মারধর করেন। একবার তিনি তাকে তালাকও দিয়েছিলেন। পরে আবার তাকে বিয়ে করেন। মঙ্গলবার দুপুরে যৌতুকের দাবিতে তিনি আবারও তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেন। পরে এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল করে ঘটনাটি পুলিশকে জানায়। রাত আটটার দিকে পুলিশ হাড়িয়া গ্রামের বাড়ি থেকে সাদ্দামকে আটক করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে সাদ্দামের স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়