শিরোনাম
◈ ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত ◈ টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া: ফোনে অশোভন বার্তা পাঠালে ২ বছরের দণ্ড ◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মহসীন কবির : রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি মোড়ে সড়ক দুর্ঘটায় নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিবিটি টিভি ও বাংলানিউজ

নিহত ব্যক্তির ভায়রা আব্দুস সালাম জানান, নুরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। ডাক্তার দেখাতে সোমবার  সিরাজগঞ্জ থেকে বনানী টিএন্ডটি কলোনী তার বাসায় আসেন। মঙ্গলবার রাতে তাকে নিয়ে মালিবাগের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যান।

তিনি আরো জানান, ডাক্তার দেখানো শেষে রাত সাড়ে ১০টার দিকে মালিবাগ থেকে বাসে করে বনানীর বাসায় ফিরছিলেন তারা। পথে চেয়ারম্যান বাড়ি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অপর একটি বাস নুরুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়