মাজহারুল ইসলাম : মঙ্গলবার ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ট্রেন্ড ২০২০’ শীর্ষক আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর বরাতে এএফপি ও দ্য গার্ডিয়ান প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বেকারের তালিকায় চলতি বছর আরও ২৫ লাখ মানুষ যুক্ত হবে।
ওই প্রতিবেদনে বলা হয়, গত ৯ বছরে বিশে^ বেকারত্ব স্থিতিশীল ছিলো। কিন্তু বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হওয়ায় নতুন শ্রমবাজারে পর্যাপ্ত কর্মসংস্থান বা চাকরি থাকবে না। এতে বেকারত্ব বাড়বে। আর তাই বিশ্বের অন্তত ৪৭ কোটি মানুষ এখন তাদের প্রত্যাশার চেয়ে কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন।
আইএলওর মহাপরিচালক গাই রাইডার জানান, কোটি কোটি সাধারণ মানুষের জন্য কাজের মাধ্যমে একটা ভালো জীবন পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। মূলত কর্মক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও চাকরিহীনতার কারণেই এসব মানুষ মানসম্মত ভবিষ্যতের দিকে যেতে পারছেন না।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলোয় আগের চেয়ে আয় বৈষম্য বেড়েছে। বিশ্বজুড়ে ১৮ কোটি ৮০ লাখ বেকারের পাশাপাশি ১৬ কোটি ৫০ লাখ মানুষ কাজ করে পর্যাপ্ত পারিশ্রমিক পাচ্ছেন না। ১২ কোটি মানুষ হয় চাকরির আশা ছেড়ে দিয়েছেন, নয়তো তাদের কাজ পাওয়ার সুযোগই নেই। ক্রমবর্ধমান বাণিজ্য বাধা ও সংকোচন নীতিও বেকারত্বের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার নিম্ন আয়ের দেশগুলোয় মানসম্মত কর্মসংস্থান তৈরির অভাব রয়েছে।