আসিফুজ্জামান পৃথিল: ওয়ার্ল্ড অর্থ ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে টেকসই অর্থনীতির বিষয়টিই। সিএনএন
সম্মেলনে ভাষন দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন না অর্থনীতির জন্য ধ্বংসের দিন আসছে। আর যাই হোক যুক্তরাষ্ট্র নিজ অর্থনীতিকে রক্ষা করতে জানে।
অবশ্য দর্শকসারীতে থাকা জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গের নাম উল্লেখ করেননি ট্রাম্প।
পরে গ্রেটা তীব্র ভাষায় আক্রমণ করেন বৈশি^ক রাজনীতিবীদদের। তার দাবি, রাজনীতিবীদরা দেখতে পারছেন না, বিশ^ জ¦লছে।
ট্রাম্প নিজের ভাষনে বলেন, বর্তমান সময়টা ইতিবাচকতার, নেতিবাচকতার নয়। তার দেশ অর্থনৈতিক সফলতা অর্জন করেছে জ্বালানীর উপর নির্ভর করে।
জলবায়ুকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই পাগলগুলো সবসময় একটা কথাই বলে। তারা ক্ষমতা চায়, আমাদের জীবনের উপর নিয়ন্ত্রণ চায়। তারা আমাদের বোকামিভরা রুপকথার গল্প শোনায়।’ এরপরেই আসন্ন জলবায়ু ধ্বংসযজ্ঞের বিষয়ে বক্তব্য রাখেন গ্রেটা।
তিনি বলেন, ‘তোমরা তোমাদের বাচ্চাদের বিপদের মুখে ফেলে দিচ্ছো। তোমাদের মনে হচ্ছে অর্থনীতির জন্য খারাপ বিষয়। আসলে তারা গর্দভ। তোমরা নিজেদের বাচ্চাদের চেয়ে অর্থকে বেশি গুরুত্ব দেয়।’