শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর বাগান থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মোহাম্মদ সোহেল, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের একটি বাগান থেকে দশম শ্রেণির তানজিনা আক্তার রিয়া (১৬) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রশিদপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ওই ছাত্রী রশিদপুর গ্রামের আবদুল গফুরের মেয়ে ও স্থানীয় বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো।

নিহত তানজিনার বাবা আবদুল গফুর ও মামা মো. মিরন বলেন, সোমবার সকালে তানজিনা স্কুলে যায়। কিন্তু বিকেল হয়ে গেলেও স্কুল থেকে বাড়ি ফেরেনি। পরে সন্ধ্যার দিকে বাড়ি থেকে ৩-৪’শ গজ দূরের একটি বাগানের ভেতর তার লাশ দেখে এক শিশু চিৎকার দেয়। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। স্কুলছাত্রীর মৃত্যুর রহস্য জানা না গেলেও এ মৃত্যুকে রহস্যজনক মনে করছেন স্থানীয়রা।

সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, স্কুলছাত্রীর সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে মাত্র একটি ক্লাস করেই স্কুল থেকে বের হয়ে যায় সে। এরপর সন্ধ্যায় বাগানের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান নিহতের ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট বের হলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে নিহতের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ওসি জানিয়েছেন নিহতের স্বজনরা এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়