শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-২০ বিশ্বকাপের কথা ভেবেই ৫ পেসার নিয়ে পাকিস্তান সফর করবে টাইগাররা, বললেন রিয়াদ

নিজস্ব প্রতিবেদক : পাঁচজন স্পেশালিষ্ট পেসার নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মূলত চলতি বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিন এমনটাই জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার পেস সহায়ক উইকেটের কথা চিন্তা করে পেস আক্রমণের প্রতি জোর দিচ্ছেন নির্বাচকরা। পাকিস্তান সফরেও মুস্তাফিজ, শফিউল, আল-আমিন, রুবেল এবং হাসান মাহমুদদের নিয়ে বোলিং লাইন আপ সাজিয়েছেন তারা।

এ প্রসঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, আমার মনে হয় টি-টোয়েন্টিতে যদি বোলারের আধিক্য থাকে তাহলে সেটা মনে হয় অনেক বেশি সাহায্য করবে। আপনি যেটা বলছেন, যে অস্ট্রেলিয়ায় স্পিনাররা অতটা সাহায্য পাবে না যতটা আমরা উপমহাদেশে পেয়ে থাকি। আমি মনে করি সেখানে পেস বোলারদের ভূমিকাটি অনেক বেশি থাকবে। এই কারণে আমাদের দলে হয়তো পেস বোলারদের আধিক্য এই মুহূর্তে বেশি। আমি মনে করি সবাই প্রত্যাশা করে।

নিজেদের পেস আক্রমণ নিয়েও বেশ আশাবাদী মাহমুদউল্লাহ। তার বিশ্বাস পাকিস্তানে সামর্থ্যরে প্রমাণ দিতে পারবেন মুস্তাফিজ-রুবেলরা। আমাদের পেস বোলিংয়ের দারুণ আধিক্য আছে। আমি এদিক থেকে আশাবাদী যে ওরা ডেলিভার করতে পারবে এবং আমি সেটা নিয়ে চিন্তিত নই যে আমাদের যথেষ্ট স্পিনার আছে কি নেই। এবার আমাদের পেস বোলিং সাইডটা হয়তো অনেক বেশি অভিজ্ঞ এবং আমি তাদের ওপর আস্থা রাখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়