শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএম নিয়ে আমি এখন পর্যন্ত কারও শঙ্কার কথা শুনিনি, বললেন তাপস

সমীরণ রায় : মঙ্গলবার রায় সাহেব বাজারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিএনপি মনে করছে ইভিএম-এ ভোট জালিয়াতি সম্ভব।‘নির্বাচন কমিশন নতুন পদ্ধতি ইভিএম এ নির্বাচন কার্যক্রম পরিচালনা করছে। আমি মনে করি, ঢাকাবাসী সাদরে এটা গ্রহণ করেছে। এটি একটি আধুনিক প্রযুক্তি। আমি এখন পর্যন্ত কারও কাছ থেকে শুনিনি এ ব্যাপারে কারও শঙ্কা রয়েছে। আমি মনে করি, আধুনিক প্রযুক্তি ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে।’

‘সাঈদ খোকন আপনাকে কোনো সহযোগিতা করছে কিনা? সেটা দৃশ্যত দেখা যাচ্ছে না’- জানতে চাইলে তাপস বলেন, ‘তিনি এখনও মেয়র আছেন। সুতরাং আচরণবিধি লঙ্ঘন করে কোনো কিছু আমরা প্রত্যাশা করি না। তবে সব সময় তিনি আমাকে সমর্থন দিয়ে চলেছেন। মনোনয়ন না পাওয়াতে হয়তো তিনি একটু কষ্ট পেতে পারেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ দল। সর্বস্তরে নেতাকর্মীরা রাজপথে আছে, মাঠে আছে এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছে।’

বিএনপি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনে যে নির্বাচন হচ্ছে, এটি স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য ও দক্ষ সেবক নির্বাচিত করবে। সেখানে আমরা লক্ষ্য করছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিচ্ছে না। তারা এই নির্বাচন নিচ্ছে তাদের আন্দোলনের অংশ হিসেবে। তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন হিসেবে। আমরা এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিয়েছি। সুতরাং আমাদের কাছে এই নির্বাচন হচ্ছে ঢাকাবাসীর জন্য নির্বাচন।’

ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকাবাসী আমাদের উন্নয়নের রূপরেখা সাদরে গ্রহণ করেছে। সেইসঙ্গে তারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে পহেলা ফেব্রুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে রায় প্রদানের জন্য। এর মধ্য দিয়ে একটি নব সূচনা হবে। একটি নবযাত্রা আমরা শুরু করব। আমাদের এই প্রাণের ঢাকাকে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে পাঁচটি রূপরেখা দিয়েছি। প্রথমত, আমাদের ঐতিহ্যের ঢাকা; দ্বিতীয়ত, আমাদের সুন্দর ঢাকা; তৃতীয়ত, আমাদের সচল ঢাকা; চতুর্থত, আমাদের সুশাসিত ঢাকা; পঞ্চম, আমাদের দীর্ঘ মেয়াদী মহাপরিকল্পনার আওতায় উন্নত ঢাকা গড়ে তোলার নবযাত্রা। আমি বিশ্বাস করি, এই নবযাত্রায় ঢাকাবাসী দল-মত নির্বিশেষে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবে।’

এদিন সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ইসলামপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তাপস। এ সময় তার সঙ্গে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়