জেবা আফরোজ : ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন দীপঙ্কর দে। বিয়ের পরদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতা ২৪
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। সোমবার সন্ধা সাড়ে ৮ টার দিকে সল্টলেকের আমরি হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর দে। প্রথমে তাকে ওঈট-তে রাখা হলেও পরে সেখান থেকে শনিবার তাকে জেনারেল বেডে দেয়া হয়। শনিবার থেকে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করেন। তবে অভিনেতাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা।
১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন দিপঙ্কর। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। অবশেষে ১৬ জানুয়ারি তারা তাদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন। বিয়ের পরদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।