শিরোনাম
◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতাল ১০ টাকার টিকিটে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে, বললেন অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী

শাহীন খন্দকার : বাংলাদেশ সরকার পরিচালিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স ইনস্টিটিউট এন্ড হাসপাতালটি রাজধানীর শেরে বাংলা নগর আগারগাঁওয়ে অবস্থিত। এখানে চারশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট আধুনিক পদ্ধতিতে চব্বিশ ঘণ্টা ইমার্জেন্সি সেবার ব্যবস্থাসহ ইনডোর সেবা দেয়া হচ্ছে বলে জানালেন, ডিপুটি প্রজেক্ট ডাইরেক্টর অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী।

বিশ্বের অত্যাধুনিক চিকিৎসার সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিরোসায়েন্সেস এন্ড হসপিটাল যাত্রা শুরু করে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে মস্তিষ্ক ও সকল ধরনের ব্যাধি নিরাময়ের লক্ষ্যে।

তিনি বলেন, নিরোলজি, নিউরোসার্জারি, নিউরো ফিজিওলজিসহ পিডিয়াট্রিক, নিউরোইন্টারভেনশন, নিউরো-রিহ্যাবিলিটেশন, ট্রান্সফিউশন মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ারসহ অত্যাধুনিক সব ডিভাইস এবং ইকুইপমেন্টস, মুভমেন্ট ডিসঅর্ডার ট্রিটমেন্টসহ রেসিডেন্সি এবং বিভিন্ন রির্সাচ হচ্ছে। তিনি বলেন এখানে ন্যুনতম খরচে চিকিৎসা সেবা দেয়া হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অপারেশন থিয়েটার, ক্যাথ ল্যাব, ইন্টেন্সিভ, ইকুইপমেন্টস এবং স্পেশ্যাল আইসড খোলা থাকে চব্বিশ ঘণ্টা।

প্রতিদিন একহাজারের অধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে স্ট্রোক ট্রিটমেন্ট, মাথা ব্যথা এপিলেপসি, বোটক্স ক্লিনিক এবং মুভমেন্ট ডিসঅর্ডার ট্রিটমেন্টের ব্যবস্থাও রয়েছে বলে জানালে প্রজেক্ট পরিচালক। তিনি বলেন, একশ শয্যার কম্প্রিহেনসিভ স্ট্রোক ইউনিট রয়েছে যা সার্বক্ষণিক চালু আছে। সেই সঙ্গে নিউলোজিক্যাল রোগ নিয়ে গবেষণা পরিচালনাতে সক্রিয়ভাবে কাজ করছে প্রথম বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এন্ড হসপিটাল।

১০ টাকার টিকিট কেটে সকাল আটটা থেকে বেলা আড়াইটা র্যন্ত বহির্বিভাগে সেবা পাওয়া যায়। ১০ তলা ভবনে অত্যাধুনিক নিউরো সায়েন্স ইনস্টিটিউটটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে এই ইনস্টিটিউটটি সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আদলে নিউরো সায়েন্স ইনস্টিটিউটের অপারেশন ও চিকিৎসা সেবা দেয়া হয়। এই প্রতিষ্ঠানটি চালু হওয়ায় শুধু রোগীরা উপকৃত হচ্ছে তা নয়, প্রতি বছর নিউরোলজি ও নিউরো সার্জারি বিষয়ক উচ্চতর ডিগ্রিধারী বিশেষজ্ঞ তৈরি হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়