শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজকীয় খেতাব ব্যবহার করবেন না হ্যারি ও মেগান, আর ডাকা হবে না রয়্যাল হাইনেস নামে

আসিফুজ্জামান পৃথিল, শাহনাজ বেগম : শনিবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে বাকিংহাম প্যালেস। কিছুদিন আগেই এই জুটি জানিয়েছিলেন, তারা আর রাজকীয় দায়িত্ব পালন করবেন না। সিএনএন

এই ছাড়াও এই ঘোষণায় জানানো হয়েছে, হ্যারি ও মেগান তাদের আনুষ্ঠানিক বাসভবন সংস্কারে যে ২৪ লাখ পাউন্ড ব্যবহার করেছেন, তা করদাতাদের অর্থ। এই অর্থ তারা ফেরত দেবেন।

বাকিংহাম প্রাসাদের বিবৃতিটি আরও বলছে, এই জুটিকে তাদের সমস্থ রাজকিয় দায়িত্ব ছাড়তে হবে। ছাড়তে হবে সামরিক পদবি, তারা আর রানিকে প্রতিনিধিত্ব করা অধিকার রাখবেন না।

রাজকিয় দায়িত্বের জন্য আর রাজকিয় ভাতাও পাবেন না হ্যারি ও মেগান। এই বিষয়ে একটি চুক্তিও হয়েছে। যা এ বছরের বসন্তের মধ্যে কার্যকর হবে।

বিবৃতিতে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, ‘বহুদিনের আলোচনা এবং সাম্প্রতিক বৈঠকের পর, আমি আনন্দিত আমরা আমার নাতি ও তার সন্তানদের এগিয়ে যাবার জন্য একটি গঠনমূলক পথ খুঁজে পেয়েছি। ’

হ্যারি, মেগান ও আর্চি সবসময়ই আমার পরিবারের সদস্যদের কাছে ভালোবাসা পাবে। তারা গত ২ বছর ধরে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তারা আরও স্বাধীন জীবন চায়। এতে আমার সমর্থন রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়