শিরোনাম

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১২:১৯ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি নির্বাচনেও একটি দলই প্রাধান্য পাচ্ছে, প্রমাণ হয়েছে এই ইসি অযোগ্য, বললেন ফখরুল

শিমুল মাহমুদ: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার উর রহমানের ৮৪তম জন্মবার্ষিকীতে রোববার সকালে নেতাকর্মীদের নিয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যে অযোগ্য, ব্যর্থ এবং তারা যে আসলেও একটি নির্বাচন পরিচালনা করার যোগ্যতা রাখে না, তার প্রমাণ হচ্ছে তারা এমন একটা দিনে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিল সেদিন হিন্দু সম্প্রদায়ের একটি বড় পূজা ছিল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে, যেখানে পূজোগুলো হয় সেখানেই নির্বাচনের কেন্দ্রগুলো। ফলে সেখানে অবশ্যই একটা সমস্যা তৈরি হয়েছিলো। নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ইভিএমে নির্বাচনের ব্যবস্থা হচ্ছে আরেকটি অপকৌশল। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলার কৌশল মাত্র। জনগণের রায় কখনোই ইভিএমের মাধ্যমে প্রকাশিত হয়ে জনগণের সামনে আসবে না।

প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে দলের লক্ষ্য প্রসঙ্গে ফখরুল বলেন, আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করে শপথ নিয়েছি যেকোনো ত্যাগের বিনিময় হলেও আমরা গণতন্ত্রকে মুক্ত করব, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী একটি সত্যিকার অর্থে বহুদলীয় গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব, তার ১৯ দফাকে বাস্তবায়িত করব। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

এর আগে সকাল ১০টায় বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে আসেন শ্রদ্ধা জানাতে। কবরে পুষ্পমাল্য অর্পণের পরে ফাতেহা পাঠ করে শ্রদ্ধা নিবেদন এবং প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এসময় এ সময় ঢাকায় বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালও ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়