শিরোনাম
◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে দোকান থেকে স্কুলছাত্রের গলাকাটা মৃতদেহ উদ্ধার

মিজান লিটন : রোববার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ গাইন বাড়ির ফরিদ হোসেনের দোকান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর দোকানে থাকা কর্মচারী ভায়রা ফারুক হোসেন (২৮) পলাতক রয়েছে।

নিহত মারুফ হোসেন রিয়াদ (১৬) কচুয়া উপজেলার গাইন বাড়ির ফারুক মিয়ার বড় ছেলে। সে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক ফরিদ হোসেনকে আটক করেছে বলে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি।
নিহত রিয়াদের মা রোজিনা বেগম বলেন, ফারুকের সঙ্গে একটি মোবাইল নম্বর নিয়ে হট্টগোলের কথা জানতে পেরেছি। এছাড়া রিয়াদের চাচা শাকিল (১৮) প্রায় দুইমাস আগে একটি ব্যাচলাইট নিয়ে বিরোধে ছুরি দিয়ে রিয়াদকে আঘাত করে। তখন হাসপাতালে নিয়ে সেলাই দেয়া হয়। থানাও একটি অভিযোগ দিয়েছি।

রিয়াদের বাবা ফারুক মিয়া বলেন, সপ্তাহখানেক আগে আমার নতুন বাড়িতে আগুন লাগিয়ে দেয় কে বা কারা। আমার ছেলেকেও খুন হলো। এ ঘটনার পর থেকে শাকিল ও ফারুক পলাতক রয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি বলেন, হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম ও হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়