শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের অভিশংসন গণতন্ত্রের জন্য মারাত্মক আক্রমণ, অবৈধ, বেহায়াপণা, বললেন তার আইনজীবীরা

সিরাজুল ইসলাম : নিয়োগ পাওয়ার পর শনিবার আনুষ্ঠানিকভাবে তারা এসব কথা বলেন। বিবিসি

তারা উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য ছয় পৃষ্ঠার একটি নথি তৈরি করেছেন। আগামি সপ্তাহে শুরু হওয়া বিচারে তারা এটাকে ব্যবহার করবেন।

আইনজীবী প্যানেলের নেতৃত্বে রয়েছেন হোয়াইট হাউসের কাউন্সেল প্যাট সিপোলোন এবং ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলোউ। তারা বলছেন, তারা বিচার ও সাংবিধানিক- উভয়ভাবে অভিসংশন মোকাবিলা করবেন। প্রেসিডেন্ট ভুল কিছু করেননি। তার সঙ্গে সদাচরণ করা হয়নি। অভিসংশন মার্কিনিদের স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন করার অধিকারের ওপর মারাত্মক আক্রমণ। এটা ২০১৬ সালের নির্বাচনের ফলাফল উপড়ে ফেলার অবৈধ ও বেয়াহার মতো উদ্যোগ। একই সঙ্গে এটা চলতি বছরের নির্বাচনে হস্তক্ষেপের সামিল।

ট্রাম্প ও তার আইনজীবীরা বলেছেন, অভিসংশন অভিযোগ অভিযোগ কোন অপরাধ ও আইন ভাঙ্গার ঘটনা প্রমাণ করতে পারেনি। এটা বেআইনী পদক্ষেপ; যা মৌলিক ও সাংবিধানিক সচ্ছতা পরিপন্থি। এটা ছলচাতুরী।

ডেমোক্র্যাটরা ১১১ পৃষ্ঠার একটি নথি তৈরি করেছেন। তারা বলেন, জাতির নিরাপত্তা এবং দীর্ঘ মেয়াদে গণতন্ত্রের মূল্যবোধ ধ্বংস থেকে রক্ষা করতে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে। সন্দেহাতীতভাবে সব অভিযোগের প্রমাণ রয়েছে। তারা বলেন, ট্রাম্প সচেতনভাবে শপথ ভঙ্গ এবং মানুষের বিশ^াসের সঙ্গে বেঈমানি করেছেন। এটা জাতির প্রতিষ্ঠাতাদের সঙ্গেও বৈঈমানি।

অভিসংশনের মুখোমুখি হওয়া তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে কংগ্রেসের রাজনীতির পথ রোধের অভিযোগ রয়েছে।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রয়েছে বিরোধী ডেমোক্র্যাটদের হাতে; যারা তাকে গত মাসে অভিশংসন করেছেন। এরপর সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে সিনেটে। এর নিয়ন্ত্রণ রয়েছে ট্রাম্পের দল রিপাবলিকানদের হাতে। এখানেই নির্ধারিত হবেন, তিনি দণ্ডিত এবং ক্ষমতাচ্যুত হবেন কি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়