শিরোনাম
◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দল

স্পোর্টস ডেস্ক : ১৯৯৮ সাল থেকে ২০১৮ পর্যন্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ১২টি আসরে সামবার মুখোমুখি হলেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ যুব দল। অবশেষে ২০২০ সালে এসে অজিদের বিরুদ্ধে জয় পেলো ক্যারিবিয়ানরা। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ান যুবাদের ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৩৫.৪ ওভারেই ১৭৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডার হতাশ করলেও লোয়ার মিডলঅর্ডারের দৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

১৮০ রানের ছোট লক্ষ্যে মাত্র ৯২ রানেই ৫ উইকেট হারিয়ে টানা অষ্টম পরাজয়ের শঙ্কায় পড়ে গিয়েছিলো ক্যারিবীয়রা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন ম্যাথু ফর্দ ও নিম ইয়ং। বল হাতে দারুণ পারফর্ম করা ইয়ং খেলেন ৬১ রানের ইনিংস, ফর্দের ব্যাট থেকে আসে ২৩ রান।

এর আগে অস্ট্রেলিয়ার পক্ষে একাই লড়াই করেন ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। ইনিংস একাই এগিয়ে নিয়ে খেলেন ম্যাচের সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন প্যাট্রিক রো। কিন্তু ৮ জন ব্যাটসম্যান এক অঙ্কের ঘরেই আউট হলে ১৭৯ রানে বেশি হয়নি অজিদের সংগ্রহ।

বল হাতে ক্যারিবীয়দের পক্ষে জ্যাডেন সিলস নেন ৪টি উইকেট। এছাড়া ফর্দের ঝুলিতে যায় ৩টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়