সাইফুর রহমান : সৌদি আরবের বৃহৎ তেলক্ষেত্রে হামলা এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে সেখানে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নিলো ইউরোপের দেশটি। সৌদি আরবের পূর্ব উপকূলে বিমানবাহী যুদ্ধ জাহাজের পাশাপাশি অত্যাধুনিক রাডার সিস্টেমও বসিয়েছে ফ্রান্স। দি ডন, প্রেসটিভি, রয়টার্স।
ইরানের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি হত্যাকাণ্ডের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় গোটা মধ্যপ্রাচ্যেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমতাবস্থায় মিত্র সৌদি আরবকে সুরক্ষা দিতেই ফ্রান্স এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গণমাধ্যমের সঙ্গে আলাপে ফ্রান্সের কর্মকর্তারা এবিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করলেও জাগুয়ার টাস্কফোর্স মিশনের অংশ হিসেবেই এই রাডার ও যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানান।
বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আরব উপদ্বীপ ও পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে সৌদি সরকারের প্রতি আমাদের সমর্থনের ব্যাপারে আশ্বাস দিচ্ছি। তিনি জানান, যুদ্ধ জাহাজটি চলতি মাস থেকে আগামি এপ্রিল পর্যন্ত আটলান্টিক থেকে উত্তর মহাসাগর পর্যন্ত সামরিক অপারেশনে অংশ নেবে।