শিরোনাম
◈ জনসমাগমে থমকে মহাসড়ক: নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট ◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল টানা দুটি ম্যাচ হারলে আমারও সমালোচনা শুরু হবে, বললেন জিদান

স্পোর্টস ডেস্ক : দুদিন আগেই আর্নেস্তো ভালভার্দেকে বহিষ্কার করেছে বার্সেলোনা। যার হাত ধরে গতবারের শিরোপা ঘরে তুলেছিলো সেই ভালভার্দে যখন স্প্যানিশ সুপার কাপের সেমিতে হারলেন তখনই নিজের চেয়ার হারিয়েছেন তিনি। আর সেটা দেখে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান মনে করেন, তার দল টানা দুই ম্যাচ হারলে একই রকম সমালোচনা হবে তারও।

ভালভেরদেকে বরখাস্ত করে গত সোমবার কিকে সেতিয়েনকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বার্সেলোনা। ঘরোয়া ফুটবলে বেশ সফল হলেও দলকে ইউরোপের মঞ্চে সাফল্য এনে দিতে পারেননি ৫৫ বছর বয়সী ভালভেরদে। চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরে নকআউট পর্বে প্রথম লেগে বড় জয়ের পরও ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে হেরে ছিটকে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর সঙ্গে যোগ হয় চলতি মৌসুমে লিগে প্রতিপক্ষের মাঠে বাজে পারফরম্যান্স।

লা লিগায় শনিবার সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে ভালভেরদের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানান জিদান।

“এটা কোনো ভালো অবস্থা নয়। তিনি দেখিয়েছে যে তিনি সত্যিই ভালো একজন কোচ। আমি তাকে শ্রদ্ধা করি। বড় ক্লাবে পরিস্থিতি কি হয়, সব কোচই জানে।”

“আমি জানি, যদি আমরা দুটো ম্যাচ হারি তাহলে দেড় মাস আগে তারা যেভাবে সমালোচনা করেছিল, সেভাবেই আমার সমালোচনা করবে। সবসময় আমরা তো ভালো খেলতে পারব না।”

লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা নতুন কোচের অধীনেও আগের মতো লড়াকু দল থাকবে বলে মনে করেন জিদান।

“বরাবরের মতোই বার্সেলোনা প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা তাদের কাজটা করবে। আর আমরা আমাদেরটা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়