শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল টানা দুটি ম্যাচ হারলে আমারও সমালোচনা শুরু হবে, বললেন জিদান

স্পোর্টস ডেস্ক : দুদিন আগেই আর্নেস্তো ভালভার্দেকে বহিষ্কার করেছে বার্সেলোনা। যার হাত ধরে গতবারের শিরোপা ঘরে তুলেছিলো সেই ভালভার্দে যখন স্প্যানিশ সুপার কাপের সেমিতে হারলেন তখনই নিজের চেয়ার হারিয়েছেন তিনি। আর সেটা দেখে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান মনে করেন, তার দল টানা দুই ম্যাচ হারলে একই রকম সমালোচনা হবে তারও।

ভালভেরদেকে বরখাস্ত করে গত সোমবার কিকে সেতিয়েনকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বার্সেলোনা। ঘরোয়া ফুটবলে বেশ সফল হলেও দলকে ইউরোপের মঞ্চে সাফল্য এনে দিতে পারেননি ৫৫ বছর বয়সী ভালভেরদে। চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরে নকআউট পর্বে প্রথম লেগে বড় জয়ের পরও ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে হেরে ছিটকে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর সঙ্গে যোগ হয় চলতি মৌসুমে লিগে প্রতিপক্ষের মাঠে বাজে পারফরম্যান্স।

লা লিগায় শনিবার সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে ভালভেরদের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানান জিদান।

“এটা কোনো ভালো অবস্থা নয়। তিনি দেখিয়েছে যে তিনি সত্যিই ভালো একজন কোচ। আমি তাকে শ্রদ্ধা করি। বড় ক্লাবে পরিস্থিতি কি হয়, সব কোচই জানে।”

“আমি জানি, যদি আমরা দুটো ম্যাচ হারি তাহলে দেড় মাস আগে তারা যেভাবে সমালোচনা করেছিল, সেভাবেই আমার সমালোচনা করবে। সবসময় আমরা তো ভালো খেলতে পারব না।”

লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা নতুন কোচের অধীনেও আগের মতো লড়াকু দল থাকবে বলে মনে করেন জিদান।

“বরাবরের মতোই বার্সেলোনা প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা তাদের কাজটা করবে। আর আমরা আমাদেরটা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়