শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে আটক সাত অপহরণকারী রিমান্ডে, স্বীকার করেছেন অপহরণের বিষয়

জাহিদুল কবীর, যশোর প্রতিনিধি : যশোর শহরের পোষ্ট অফিসপাড়া থেকে আটক সাত অপহরণকারী রিমান্ডে কহিদুলকে অপহরণের কথা স্বীকার করেছে।

অপহরণকারীরা বলেছে, নয়ন ও নুরইসলাম কহিদুলের পূর্ব পরিচিত ব্যবসায়িক পার্টনার ছিলো। হঠাৎ করে ব্যবসা ছিন্ন করায় নয়ন ও নুর ইসলাম, ক্ষুব্ধ হয় কহিদুলকে অপহরণ করে।

কহিদুল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের জ্বালাল মন্ডলের ছেলে। ৪ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় কহিদুল যশোর শহরের আসাদ গেইট ভাঙ্গারি মার্কেটে পৌছুলে জাহিদুল তাকে তার দোকানে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই বসে ছিলো নয়ন, নুরইসলামসহ দুষ্কৃতিকারিরা। তারা কহিদুলকে আটক করে মারপিট করে কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা নিয়ে নেয়। সারা দিন আটক রেখে বিকাল ৫ টার দিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরো ১৯ হাজার ৬ শ টাকা হাতিয়ে নেয়। কহিদুলকে মারপিট করে ও মামলার ভয়ভীতি দেখিয়ে নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে ৫ লাখ টাকা পাওনা দাবি করে স্বক্ষর করিয়ে নেয়। একই সাথে ৫ লাখ টাকার ১ টি চেক নেয়।

মামলার তদন্ত কর্মকার্ত ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম জানান, ১৫ জানুয়ারি একদিনের রিমান্ডে নিলে অপহরণকারিরা অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে একথা স্বীকার করে।

ওই দিনই আসামিদের আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে ১২ জানুয়ারি শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ১৬ জানুয়ারি আসামিদের আদালতে প্রেরণ করা হয়। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়