শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে আটক সাত অপহরণকারী রিমান্ডে, স্বীকার করেছেন অপহরণের বিষয়

জাহিদুল কবীর, যশোর প্রতিনিধি : যশোর শহরের পোষ্ট অফিসপাড়া থেকে আটক সাত অপহরণকারী রিমান্ডে কহিদুলকে অপহরণের কথা স্বীকার করেছে।

অপহরণকারীরা বলেছে, নয়ন ও নুরইসলাম কহিদুলের পূর্ব পরিচিত ব্যবসায়িক পার্টনার ছিলো। হঠাৎ করে ব্যবসা ছিন্ন করায় নয়ন ও নুর ইসলাম, ক্ষুব্ধ হয় কহিদুলকে অপহরণ করে।

কহিদুল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের জ্বালাল মন্ডলের ছেলে। ৪ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় কহিদুল যশোর শহরের আসাদ গেইট ভাঙ্গারি মার্কেটে পৌছুলে জাহিদুল তাকে তার দোকানে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই বসে ছিলো নয়ন, নুরইসলামসহ দুষ্কৃতিকারিরা। তারা কহিদুলকে আটক করে মারপিট করে কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা নিয়ে নেয়। সারা দিন আটক রেখে বিকাল ৫ টার দিকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরো ১৯ হাজার ৬ শ টাকা হাতিয়ে নেয়। কহিদুলকে মারপিট করে ও মামলার ভয়ভীতি দেখিয়ে নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে ৫ লাখ টাকা পাওনা দাবি করে স্বক্ষর করিয়ে নেয়। একই সাথে ৫ লাখ টাকার ১ টি চেক নেয়।

মামলার তদন্ত কর্মকার্ত ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম জানান, ১৫ জানুয়ারি একদিনের রিমান্ডে নিলে অপহরণকারিরা অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে একথা স্বীকার করে।

ওই দিনই আসামিদের আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে ১২ জানুয়ারি শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে ১৬ জানুয়ারি আসামিদের আদালতে প্রেরণ করা হয়। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়