ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি : সার্বিয়া ভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ৩৭৪ টি সিটির ওপর এক জরিপ চালিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিকে বিশ্বের সবচে নিরাপদ সিটি হিসেবে নির্বাচিত করেছে। এটি ক্রাইম ইনডেক্সে সর্বনিম্ন ১১.৩৪ পয়েন্ট এবং সেফটি ইনডেক্সে সর্বোচ্চ ৮৮.৬৭ পয়েন্ট নিয়ে এই অবস্থানে থাকলো।
এই তালিকায় শারজাহ ও দুবাই রয়েছে যথাক্রমে ৫ম ও ৭ম অবস্থানে। তাইপে, কোয়েবেক, জুরিখ, মিউনিখ, বার্ন এর মত সিটিগুলোকে পেছনে ফেলে আবুধাবির এই মর্যাদার আসনে আসীন হওয়া দেশটির রাজধানী শহরকে নতুনভাবে মূল্যায়ন করবে।
ক্রাইম ইনডেক্সে ৮৪.৯০ পয়েন্ট নিয়ে ভেলিজুয়েলার কারাকাস বিশ্বের সবচেয়ে অ-নিরাপদ সিটি নির্বাচিত হয়েছে। অনিরাপদ সিটির মধ্যে ঢাকার অবস্থান ৩৯। সম্পাদনা :রাকিবুল