শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে থেকে বিশ্রামে যাওয়া পাপ, মনে করেন মুশফিক

শিউলী আক্তার : বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় উইকেটরক্ষক মুশফিকুর রহিম। শুধু তাই নয়, জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার বিশ্রাম নেয়ার নজিরও খুব কম। তিনিই কি না থাকছেন আসন্ন পাকিস্তান সফরে। তবে সফরটি পাকিস্তানে বলে পরিবারের সদস্যদের বাধায় মুশফিক পাকিস্তান সফর থেকে নিজেকে তুলে নিয়েছেন। যদিও জানিয়েছেন, জাতীয় দলের বাইরে থাকা তার কাছে পাপের সমতুল্য। পাকিস্তান সফরে থাকা দলকে তিনি ‘মিস’ করবেন বলেও উল্লেখ করেন মুশফিক।

মুশফিক বলেন- ‘বাংলাদেশ দল থেকে বিশ্রামে থাকার মতো পাপ আমার জন্য আর হতে পারে না। আমার জন্য পিএসএলে খেলার বড় সুযোগও ছিলো। কিন্তু আমি শুরুতেই না করে দিয়েছি। কারণ আমি জানি এবার পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে। আমি তখনই না করে দিয়েছি। অবশ্যই ক্রিকেট জীবনের আগে না।’

মুশফিক মনে করেন, পাকিস্তান এখন আগের চেয়ে নিরাপদ। ব্যক্তিগত কারণে নিজেকে তিন ভাগে বিভক্ত পুরো সফর থেকে রাখছেন দূরে। তবে ভবিষ্যতে তিনি যেতে চান পাকিস্তান সফরে- এমনটি জানিয়ে মুশফিক বলেন, ‘একইসাথে এটাও বলতে চাই- পাকিস্তান হয়তো আগের চেয়ে অনেক নিরাপদ। তবে আরও ২-৩ বছর যদি অন্যান্য দলও নিয়মিত যায়, আমার হয়ত সফরে যাওয়ার ঐ আত্মবিশ্বাসটা আসবে। আমি কিন্তু আগেও পাকিস্তানে গিয়েছি। ঐ ঘটনার আগে ২০০৮ এ সফরে গিয়েছিলাম।’

তিনি আরো যোগ করেন, ‘আমার কাছে পাকিস্তান অনেক ভালো একটা জায়গা। উপমহাদেশের ক্রিকেটে সুবিধাদি অনুযায়ী অসাধারণ একটা জায়গা। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। অবশ্যই মিস করবো। তবে আগামী ২-৩ বছরের মধ্যে যদি ধারাবাহিকভাবে পরিস্থিতি ভালো থাকে, অবশ্যই না যাওয়ার কোনো কারণ নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়