শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে থেকে বিশ্রামে যাওয়া পাপ, মনে করেন মুশফিক

শিউলী আক্তার : বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার বলা হয় উইকেটরক্ষক মুশফিকুর রহিম। শুধু তাই নয়, জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার বিশ্রাম নেয়ার নজিরও খুব কম। তিনিই কি না থাকছেন আসন্ন পাকিস্তান সফরে। তবে সফরটি পাকিস্তানে বলে পরিবারের সদস্যদের বাধায় মুশফিক পাকিস্তান সফর থেকে নিজেকে তুলে নিয়েছেন। যদিও জানিয়েছেন, জাতীয় দলের বাইরে থাকা তার কাছে পাপের সমতুল্য। পাকিস্তান সফরে থাকা দলকে তিনি ‘মিস’ করবেন বলেও উল্লেখ করেন মুশফিক।

মুশফিক বলেন- ‘বাংলাদেশ দল থেকে বিশ্রামে থাকার মতো পাপ আমার জন্য আর হতে পারে না। আমার জন্য পিএসএলে খেলার বড় সুযোগও ছিলো। কিন্তু আমি শুরুতেই না করে দিয়েছি। কারণ আমি জানি এবার পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে। আমি তখনই না করে দিয়েছি। অবশ্যই ক্রিকেট জীবনের আগে না।’

মুশফিক মনে করেন, পাকিস্তান এখন আগের চেয়ে নিরাপদ। ব্যক্তিগত কারণে নিজেকে তিন ভাগে বিভক্ত পুরো সফর থেকে রাখছেন দূরে। তবে ভবিষ্যতে তিনি যেতে চান পাকিস্তান সফরে- এমনটি জানিয়ে মুশফিক বলেন, ‘একইসাথে এটাও বলতে চাই- পাকিস্তান হয়তো আগের চেয়ে অনেক নিরাপদ। তবে আরও ২-৩ বছর যদি অন্যান্য দলও নিয়মিত যায়, আমার হয়ত সফরে যাওয়ার ঐ আত্মবিশ্বাসটা আসবে। আমি কিন্তু আগেও পাকিস্তানে গিয়েছি। ঐ ঘটনার আগে ২০০৮ এ সফরে গিয়েছিলাম।’

তিনি আরো যোগ করেন, ‘আমার কাছে পাকিস্তান অনেক ভালো একটা জায়গা। উপমহাদেশের ক্রিকেটে সুবিধাদি অনুযায়ী অসাধারণ একটা জায়গা। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে। অবশ্যই মিস করবো। তবে আগামী ২-৩ বছরের মধ্যে যদি ধারাবাহিকভাবে পরিস্থিতি ভালো থাকে, অবশ্যই না যাওয়ার কোনো কারণ নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়