দেবদুলাল মুন্না: গত বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক ঝুঁকি বিশ্লেষণের এ প্রতিষ্ঠান বলছে, গতবছর যেসব দেশে বিক্ষোভ হয়েছে সেসব দেশসহ আর কিছু নতুন দেশে বিক্ষোভ হতে পারে।
ভারিস্ক ম্যাপলক্রফটের প্রধান ও গবেষণাটির অন্যতম গবেষক স্যাম হ্যানস বলেছেন, তারা চলতি বছরের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রেখেছেন ভেনেজুয়েলা, ইরান, লিবিয়া, গায়ানা, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চিলি, ফিলিস্তিন ও ইথিওপিয়াকে। এই দশটি দেশেই চলতি বছর সবচেয়ে বেশি জনবিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।
গত বছর যে ৪৭ দেশে জনবিক্ষোভ হয় সেগুলোর মধ্যে হংকং, চিলি, নাইজেরিয়া, সুদান, হাইতি, লেবানন ছিল শীর্ষে। এ বছরও এসব দেশসহ চলতি বছর মার্চের পর থেকে বছরের শেষ নাগাদ চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, থাইল্যান্ডসহ আরও নতুন দেশে গণআন্দোলন ছড়িয়ে পড়তে পারে । ১৯৮ দেশের ওপর করা হয়েছে ঝুঁকির এই তালিকা।
গতবছর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল সুদান। সুদানের পরই এই তালিকায় ছিল যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। চলতিবছর ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে রাশিয়া ও চীন।