শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন ব্যবসার অভিযোগে দুই অভিনেত্রীসহ পরিচালককে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ

আন্তর্জাতিক ডেস্ক : যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে নবীন কুমার প্রেমলাল আরিয়া নামের এক কাস্টিং পরিচালককে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চ। ৩২ বছর বয়সী ওই পরিচালকের বিরুদ্ধে শহরে যৌনচক্র চালানোর অভিযোগ রয়েছে। সেইসঙ্গে ১৮ ও ২৫ বছর বয়সী দুই অভিনেত্রীকেও এই ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত নবীন ওই দুই অভিনেত্রীকে ৬০ হাজার রুপি ভাড়ায় বিভিন্ন স্থানে পাঠাতেন। এনটিভি

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বন্ধুদের সহায়তায় পাঁচ বছর ধরে যৌন ব্যবসা পরিচালনা করে আসছিলেন নবীন। তার দুই বন্ধু অজয় শর্মা ও বিজয়কেও খুঁজছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা সন্দেশ রেওয়ালে বলেন, একজন ছদ্মবেশী ব্যক্তি নবীন কুমারের সঙ্গে যোগাযোগ করে। এ সময় নবীন দুই নারীকে ৬০ হাজার রুপির বিনিময়ে তার কাছে পাঠাতে রাজি হন। সেইসঙ্গে ওই ব্যক্তিকে হোটেলে রুম ভাড়া নিতে বলেন। পরবর্তী সময়ে দুই নারীসহ নবীন নির্দিষ্ট স্থানে পৌঁছালে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। জবানবন্দি গ্রহণের পর ওই দুই নারীকেও আটক করা হয়। অনুসন্ধানে জানা যায়, ওই দুই নারীর বাড়ি দিল্লিতে এবং গত বছর থেকে তারা যৌন ব্যবসার সঙ্গে জড়িত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়