শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেটকে না বলায় দুর্দান্ত খেলেও বাংলাদেশ সিরিজে বাদ পড়েছেন আমির!

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে দারুণ বল করছেন মোহাম্মদ আমির। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দলে জায়গা পাননি এই পেসার।পাকিস্তানের সবশেষ খেলা টি-টোয়েন্টি সিরিজের দলেও তিনি ছিলেন। বিপিএলে সবশেষ ম্যাচে মাত্র ১৭ রানে নিয়েছেন ৬ উইকেট। যেটি বিপিএল ইতিহাসের ও তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং।

এমন ফর্মে থেকেও বাংলাদেশের বিপক্ষে কেন বাদ পড়লেন আমির- প্রশ্নটা এখন চারদিকে। কারণটা আমির নিজেই অবশ্য জানিয়েছেন টুইটারে। টেস্ট থেকে অবসর নেওয়ার কারণেই নাকি তাকে টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়েছে!

বৃহস্পতিবার পাকিস্তান ১৬ সদস্যের দল ঘোষণার পর দেশটির ক্রীড়া সঞ্চালক জয়নাব আব্বাস একটি টুইট করেন। প্রশ্ন রেখে তিনি লেখেন, ‘বিপিএলে ৬ উইকেট নিয়ে নিজের দলকে ফাইনালে তোলা আমিরকে কেন দল থেকে বাদ দেওয়া হলো?’ এ প্রশ্নের উত্তরে আমির লেখেন, ‘কারণ টেস্ট ক্রিকেট।’ সঙ্গে জুড়ে দেন হাসির তিনটি ‘ইমোটিকন’।

গত জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ২৭ বছর বয়সি আমির। যা পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারই ভালোভাবে নেননি। বর্তমানে পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক আমিরের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন। টি-টোয়েন্টি থেকে তার বাদ পড়ার পেছনে কি তাহলে সেই ক্ষোভই কাজ করছে? আমিরের টুইট অন্তত সেটাই বলছে!

যদিও একটু পরই সেই টুইট মুছে ফেলেন আমির। আরেকটি টুইট করে তিনি লেখেন ‘কোনো চিন্তা নেই। সবাই শান্ত হোন। আমি আরও শক্তভাবে ফিরে আসব ইনশাআল্লাহ।’ কিন্তু ততক্ষণে আগের টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়