আসিফুজ্জামান পৃথিল: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাৎসরিক ভাষণ প্রদানের পরই এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।পদত্যাগ পত্র গ্রহণের পর পুতিন একটি তত্বাবধায়ক সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।
সেই সংঙ্গে সংশোধিত হয়েছে রাশিয়ার সংবিধান।নতুন সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্টের কাছ থেকে প্রধানমন্ত্রীর কাছে চলে যাবে।পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন পুতিন। রাশিয়ার আইন অনুযায়ী কেই ১০ বছরের অধিক প্রেসিডেন্ট থাকতে পারেন না। ভুব শীঘ্রই সেই মেয়াদ শেষ করতে যাচ্ছেন পুতিন।
এর আগেও এমনটি করেছিলেন তিনি। তখন প্রেসিডেন্ট হয়েছিলেন মেদভেদেভ। আর সমস্থ ক্ষমতা চলে এসেছিলো প্রধানমন্ত্রী পুতিনের হাতে।
মেদভেদেভ বলেছেন, রুশ সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা পদত্যাগ করেছেন।