মশিউর অর্ণব: তিনি জানান, ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক আদালতে মাধ্যমেই তার বিচার করতে হবে। পার্সটুডে।
মঙ্গলবার ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেন, ‘বিশ্বের সবাই জানে জেনারেল সোলায়মানি ছিলেন সন্ত্রাসবাদ মোকাবেলার প্রতীক। এই কারণে সোলায়মানির হত্যা একটি সন্ত্রাসী পদক্ষেপ। আইন অনুযায়ী এই হত্যাকাÐের বিচার অবশ্যই করা সম্ভব।’ বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ এবং ইরানের বিচার বিভাগ ট্রাম্পের এই সন্ত্রাসী পদক্ষেপের শেষ দেখে নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।