আসিফজ্জামান পৃথিল : যুক্তরাষ্ট্র এই পরিবর্তন এনেছে কারণ, চীন বিদেশী ক্রেতাদের কাছে নিজ পণ্য সস্তা করতে মুদ্রার অবমূল্যায়ন না করতে সম্মত হয়েছে। বিবিসি
চলতি সপ্তাহেই প্রথম ধাপের বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।
এ চুক্তির উদ্দেশ্য ২০১৮ সালে শুরু হওয়া ‘টিট ফর ট্যাট’ বাণিজ্য যুদ্ধের সমাপ্তি।
এই বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন ম্যুচিন বলেন, ‘চীন প্রতিযোগীতামূলক মুদ্রা পুর্নমূল্যায়নে রাজি হয়েছে।। ফলে দেশটির সচ্ছতা ও জবাবদীহিতা বাড়বে। ’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই বলে আসছেন, চীন ইচ্ছে করেই ইউয়ান এর মূল্য কমাচ্ছে। যেনো চীনা পণ্যের মূল্য কমে যায়।
তবে সোমবার যুক্তরাষ্ট্র জানায় গত আগস্ট থেকেই নিজের মুদ্রার দর বাড়াচ্ছে চীন।
এর প্রেক্ষিতে মঙ্গলবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলেছে, ‘আমরা সিদ্ধান্তে এসেছি, চীন আর কোনওভাবেই মুদ্রা ম্যানিউপুলেটার নেই।’
অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষই বাণিজ্যযুদ্ধ সমাপ্ত করতে চায়, এ ঘটনা তারই ইঙ্গিত।