আজিজুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে সংঘর্ষের ঘটনায় আহত ইউনুছ মিয়া (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহত ইউনুছ মিয়ার স্ত্রী বদরুন্নাহার জলি বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের দ্বিমাগুরউন্ডা গ্রামে নিহত ইউনুছ মিয়ার মামা সোনা মিয়া ও নুরুল হকের মধ্যে রাস্তা নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে গত ৭ জানুয়ারি বিকাল ৩ টায় এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিলো। এদিকে গুরুতর আহত অবস্থায় কিতাব আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে কিতাব আলীর পুত্র ইউনুছ মিয়ার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা: জেরিন