আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের তুষার ধ্বসে চাপা পড়ে তিন ভারতীয় সেনার করুণ মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক সেনা। যুগান্তর
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলার মাচিল সেক্টরে হঠাৎ তুষার ধ্বসে চাপা পড়ে যায় একটি সেনা চৌকি।ওই সময় ওই চৌকিতে ছিলেন কয়েক জন সেনা। কিছু বুঝে ওঠার আগেই তুষারধস হুড়মুড়িয়ে এসে পড়ে সেনা তাদের ওপর।
সেনা সূত্রের বরাতে খববে আরও বলা হয়, ৪ সেনাকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে গেল চিকিৎকরা ৩জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য জনের চিকিৎসা চলছে।
গত ৪৮ ঘণ্টায় প্রবল তুষারপাত হয় উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গায়। বেশ কয়েকটি তুষার ধ্বস নামে। বেশ কয়েক জন সেনা তুষার ধ্বসে চাপা পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
এর আগে সোমবার সোনমার্গের গাণ্ডেরবালে অন্য একটি তুষার ধ্বসের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। উদ্ধার করা হয়েছে আরও ৪জনকে।