শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিমকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণের প্রেসিডেন্ট, পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরুর আশা

সিরাজুল ইসলাম : মঙ্গলবার সিউলে বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কথা বলার পরিবর্তে ট্রাম্প জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন- এটা দারুণ আইডিয়া। রয়টার্স

মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকান্ড দেশ দুইটির আলোচনায় জটিলতা তৈরি করবে কি না, কিম পুনরায় পরমাণু অস্ত্রে ফিরে যাবেন কি না- এমন প্রশ্নে মুন বলেন, এমনটা হওয়ার কথা নয়। জন্মদিনের শুভেচ্ছা একটি ভাল দিক। এ থেকে মনে হয়, তারা আলোচনার প্রতিজ্ঞা থেকে সরে যাবেন না।

কিমের সঠিক জন্ম তারিখ নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের তালিকায় তার জন্মদিন ১৯৮৪ সালের ৮ জানুয়ারি। এ হিসেবে তার বয়স হলো ৩৬ বছর। উত্তর কোরিয়ার কর্মকর্তারা শুক্রবার জানান, কিমের জন্মদিনে শুভেচ্ছা জানোর জন্য যুক্তরাষ্ট্র তাদের আহ্বান জানিয়েছে।

ট্রাম্পের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। দেশ দুইটির সম্পর্কে মধ্যস্থতায় দক্ষিণ কোরিয়াকে প্রকৃষ্ট অহংকারী বলা হয় বিবৃতিতে। সম্পর্ক উন্নয়নে পিইং ইয়ংয়ের নিজস্ব চ্যানেল রয়েছে। উত্তরের কর্কশ আচরণ সত্তে¡ও মুন বলেছেন, এ বার্তায় সাক্ষী হলো- সব কিছু শেষ হয়ে যায়নি। উত্তর কোরিয়া পরিস্কার করলো- আলোচনার দরজা বন্ধ হয়ে যায়নি। ট্রাম্প ও কিম একে অপরকে বিশ্বাস করুক এবং তাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক-এটাই তিনি চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়