শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অষ্ট্রেলিয়ায় ৭শ’ কোটি বছর আগের নক্ষত্র খণ্ডের সন্ধান, পৃথিবীতে পড়েছে ৫০ বছর আগে

সিরাজুল ইসলাম : সোমবার দেশটির সাময়িকী পিএনএএসের প্রতিবেদনে বলা হয়, ১৯৬৯ সালে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মুরশিয়ন এলাকায় এটি পাওয়া যায়। এটি পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রের শিকাগোর ফিল্ড মিউজিয়ামের বিজ্ঞানীদের হেফাজতে রয়েছে। ইয়ন

এ জাদুঘরের বিজ্ঞানী ফিলিপ হেক বলেন, তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন- এটা নক্ষত্রের ধুলিকণা; যা এখন পাথর। এটার জন্ম সূর্যেরও আগের। বিবৃতিতে হেক বলেন, জন্মের দুইশ’ বছর পর নক্ষত্র মারা যায়। তখন সেটা থেকে ধূূলিকণা বের হয়। পরে এটা পাথরে পরিণত হয়। অষ্ট্রেলিয়ার পাথরটি এমনই ধূলিকণার।

১৯৮৭ সালে পাথর খন্ড চিহ্নিত করা হয়। তখন এটির বয়স জানাতে পারেননি বিজ্ঞানীরা। হেক ও তার সহকর্মীরা নতুন পদ্ধতিতে এটির বসয় নির্ধারণ করেন। জ্ঞানীরা বলেন, পাথর খন্ডে রয়েছে সিলিকন কারবাইড; যা ঠান্ডা অবস্থায় নক্ষত্র তৈরি করে।

বয়স নির্ধারণে বিজ্ঞানীরা প্রথমে পাথরখন্ডের একটি অংশ ধুলায় পরিণত করেন। তারপর এ ধূলিকণা এসিডে ডুবিয়ে রাখেন তারা। এতে পাওয়া যায়, নক্ষত্রের আগের কণা। হেক বলেন, মহাকাশে ধূলিকণা কসমিক রশ্মিতে (আগুনে পোড়ানোর মতো) গঠন পরিবর্তন করে নক্ষত্রে পরিণত হয়।

বিজ্ঞানীরা ৪০টি নক্ষত্র দানার বয়স নির্ধারণ করতে সক্ষম হয়েছেন। এগুলোর বয়স ৪শ’ কোটি ৬০ লাখ থেকে ৪শ’ কোটি ৯০ লাখ বছরের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়