শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৫:২৬ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ডুমিনি

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনি। দুই বছর পর ২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নেন তিনি। কিন্তু এতোদিন ফ্র্যাঞ্চাইজি লিগ চালিয়ে গিয়েছিলেন। এবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

নিজের অবসর নিয়ে ডুমিনি বলেন, ‘আমি এখনো খেলার জন্য যথেষ্ট তরুণ। চাইলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে অর্থ উপার্জন করতে পারি। কিন্তু আমি এর জন্য শক্ত কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না।’

খেলা ছাড়লেও ডুমিনি ক্রিকেটের সঙ্গে থাকবেন। এবারের মাজানসি সুপার লিগে চ্যাম্পিয়ন পার্ল রকসের হয়ে খেলার কথা ছিলো তার। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন। পরে দলটির মেন্টর হিসেবে কাজ করে। ভবিষ্যতেও এভাবে ক্রিকেটের সঙ্গে থাকতে চান ডুমিনি।

ভবিষ্যতের ভাবনা কী? এমন প্রশ্নে ডুমিনি বলেন, ‘আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেছি। কানাডিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছি। আমি সেখানে দেখেছি, তরুণ ক্রিকেটাররা অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে শিখতে চায়। আমি এখনো বলতে পারছি না আসলে কী করবো। তবে আমি ক্রিকেটে থাকতে চাই। আর এ জন্য সামনের পদক্ষেপ নেয়ার আগে আমি আগের দরজা বন্ধ করলাম।’

আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই ডুমিনির, ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই। এ যাত্রায় আমার সতীর্থ থেকে শুরু করে আরো অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। এ সম্পর্ক, সুন্দর মুহূর্ত নিয়ে আমি থাকতে চাই।’

ডুমিনি প্রোটিয়াদের হয়ে ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়