শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের থিম সং উদ্বোধন

সমীরণ রায়: সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ শিরোনামে আওয়ামী লীগের নির্বাচনী থিম সংটি তৃণমূলে জনপ্রিয়তা পেয়েছিল, সেটিই কাস্টমাইজ করে সিটি নির্বাচনের উপযোগী করে প্রকাশ করা হয়েছে থিম সং।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, ২০১৮ সালে আমরা জয় বাংলার যে থিম সংটি করেছিলাম, সেটা খুবই ভাইব্রেট ছিল। এক ধরনের মোটিভেশন ছিল এটি। খুব অল্প পরিসরে এবার গত নির্বাচনের গানটিকে দুই সিটির যে দু’জন নেতা তাদের কাস্টমাইজ করে এটার অডিও এবং ভিডিও আপডেট করেছি।

‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ থিম সংটির অন্যতম উদ্যোক্তা সারওয়ার কায়ান্ত চৌধুরী বলেন, অনেক দিন ধরেই মিউজিক করছি। বাংলাদেশি হিসেবে দায়িত্ব রয়েছে দেশের জন্য কিছু করার। সেই প্রেক্ষিতে ২০১৮-এর জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের ফাহাদ আহমেদ তনু, শুভ্র রাহা ও জিএম আশরাফ একসঙ্গে মিলে উদ্যোগটা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা জয় বাংলা গান ১৬ কোটি বাংলার গান। সবাই আপন করে নিয়েছে বলে গানটি এতো জনপ্রিয় হয়েছে।

৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গানটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে দুই মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে। বাকি গানের কথা ও সুর একই রকম আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়