শিরোনাম
◈ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা: একনেক বৈঠক ◈ নীলফামারীর হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা ◈ যেভাবে রশি ছাড়াই ১০১ তালা বিল্ডিংয়ে উঠলেন আমেরিকান যুবক! (ভিডিও) ◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রচেষ্টাকে স্বাগত জানায় ইরান, কোরেশিকে জানালেন রুহানি

রাশিদ রিয়াজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও মতবিরোধ কারো স্বার্থ রক্ষা করবে না। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে তিনি স্বাগত জানান। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি রোববার রাতে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই মুহূর্তে সবার উচিত উত্তেজনা প্রশমন করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করা। পারসটুডে

পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেধে গেলে তা গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতি বয়ে আনতে পারে বলে প্রেসিডেন্ট রুহানি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরান যুদ্ধের আগুন জ্বালাতে না চাইলেও যেকোনো পরিস্থিতিতে নিজের স্বার্থ রক্ষা করবে। পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি তেহরান-ইসলামাবাদ সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

ইরানের জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত ও ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় পাকিস্তান যে সমবেদনা জানিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, এই দু’টি হৃদয়বিদারক ঘটনায় শুধু ইরানের ক্ষতি হয়নি বরং অন্য সব দেশও এই ক্ষতির অংশীদার।

সাক্ষাতে পাক পররাষ্ট্রমন্ত্রী জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত ও ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে বলেন, শহীদ সোলাইমানির হত্যাকাণ্ড পাকিস্তানকে হতভম্ব করেছে। শাহ মেহমুদ কোরেশি বলেন, প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের ওপর হামলার কাজে পাকিস্তান সরকার কখনো সেদেশের ভূমি ব্যবহার করতে দেবে না। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়