শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রচেষ্টাকে স্বাগত জানায় ইরান, কোরেশিকে জানালেন রুহানি

রাশিদ রিয়াজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও মতবিরোধ কারো স্বার্থ রক্ষা করবে না। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে তিনি স্বাগত জানান। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি রোববার রাতে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই মুহূর্তে সবার উচিত উত্তেজনা প্রশমন করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করা। পারসটুডে

পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেধে গেলে তা গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতি বয়ে আনতে পারে বলে প্রেসিডেন্ট রুহানি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরান যুদ্ধের আগুন জ্বালাতে না চাইলেও যেকোনো পরিস্থিতিতে নিজের স্বার্থ রক্ষা করবে। পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি তেহরান-ইসলামাবাদ সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

ইরানের জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত ও ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় পাকিস্তান যে সমবেদনা জানিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, এই দু’টি হৃদয়বিদারক ঘটনায় শুধু ইরানের ক্ষতি হয়নি বরং অন্য সব দেশও এই ক্ষতির অংশীদার।

সাক্ষাতে পাক পররাষ্ট্রমন্ত্রী জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত ও ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে বলেন, শহীদ সোলাইমানির হত্যাকাণ্ড পাকিস্তানকে হতভম্ব করেছে। শাহ মেহমুদ কোরেশি বলেন, প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের ওপর হামলার কাজে পাকিস্তান সরকার কখনো সেদেশের ভূমি ব্যবহার করতে দেবে না। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়