শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রচেষ্টাকে স্বাগত জানায় ইরান, কোরেশিকে জানালেন রুহানি

রাশিদ রিয়াজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও মতবিরোধ কারো স্বার্থ রক্ষা করবে না। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে তিনি স্বাগত জানান। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি রোববার রাতে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এই মুহূর্তে সবার উচিত উত্তেজনা প্রশমন করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করা। পারসটুডে

পশ্চিম এশিয়ায় যুদ্ধ বেধে গেলে তা গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতি বয়ে আনতে পারে বলে প্রেসিডেন্ট রুহানি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরান যুদ্ধের আগুন জ্বালাতে না চাইলেও যেকোনো পরিস্থিতিতে নিজের স্বার্থ রক্ষা করবে। পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি তেহরান-ইসলামাবাদ সম্পর্ক শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

ইরানের জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত ও ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় পাকিস্তান যে সমবেদনা জানিয়েছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, এই দু’টি হৃদয়বিদারক ঘটনায় শুধু ইরানের ক্ষতি হয়নি বরং অন্য সব দেশও এই ক্ষতির অংশীদার।

সাক্ষাতে পাক পররাষ্ট্রমন্ত্রী জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত ও ইরানে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে বলেন, শহীদ সোলাইমানির হত্যাকাণ্ড পাকিস্তানকে হতভম্ব করেছে। শাহ মেহমুদ কোরেশি বলেন, প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের ওপর হামলার কাজে পাকিস্তান সরকার কখনো সেদেশের ভূমি ব্যবহার করতে দেবে না। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়