আসিফুজ্জামান পৃথিল : ২] ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপনাস্ত্র হামলার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই ঘটনায় কেউ হতাহত হননি। অবকাঠামোর সামান্য ক্ষতি হয়েছে।
৩] ইরান কখননোই পরমাণু অস্ত্র সক্ষমতা অর্জন করতে পারবে না।
৪] ইরানের সঙ্গে কোনও যুদ্ধ চাননা বলে জানিয়েছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে একটি চুক্তি খুবই প্রয়োজন। তবে এই চুক্তি অর্জনে সকল পক্ষকেই একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
৫] আমরা বিশে^র সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ও জ¦ালানী তেলের উৎপাদক। আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই।
৬] ট্রাম্প বলেছেন, তার দেশ আইএসকে ধ্বংস করেছে। হত্যা করেছে বাগদাদিকে। এতে সর্বাধিক উপকৃত হয়েছে ইরাক। কারণ আইএস তাদের বৃহত্তম শত্রু। তবে ইরান ভালো দেশ।
৭] ট্রাম্পের দাবি, তার দেশ যে কোনও কিছুর জন্য প্রস্তুত রয়েছে। তবে এই হামলার পর ইরানের আচরণ সংঘাতের পথ থেকে সরে যাওয়ার মতোই। তিনি বলেন, ইরান সরে যাচ্ছে বলেই মনে হচ্ছে। এরসঙ্গে জড়িত সকল পক্ষ এবং বিশে^র জন্য এটি অত্যন্ত ভালো খবর। সম্পাদনা : মাজহারুল ইসলাম