শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলের অনেক ক্রিকেটারই পাকিস্তান সফরে যেতে চান না

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, অধিকাংশ ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন।

পাকিস্তানে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তিনটি টি২০ এবং দুটি টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে। কিন্তু বিসিবি নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ সময় পাকিস্তানে থাকতে নারাজ এবং তাই তারা পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে এবং পিসিবিকে একটি নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজন করতে বলেছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ প্রস্তাবে রাজি হয়নি। পিসিবি চেয়ারম্যান এহসান মানি ঘোষণা দিয়েছেন যে এখন থেকে পাকিস্তান তাদের সবগুলো হোম সিরিজ দেশের মাটিতে খেলবে। দুই বোর্ডের এমন পরস্পরবিরোধী অবস্থানে সিরিজ আয়োজনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ক্রিকেটারদের পাকিস্তান সফরের বিষয়ে বিসিবি কর্মকর্তা বলেন, এ বিষয়ে ক্রিকেটারদের মতামত জানতে চাওয়া হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বোর্ড এই সিরিজ নিয়ে সন্তুষ্ট নয়। এখনো সিরিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সিরিজ নিয়ে অধিকাংশ ক্রিকেটার তাদের অনাগ্রহের কথা বোর্ড সভাপতিকে জানিয়েছে।’

অধিকাংশ ক্রিকেটার অনিচ্ছার কথা জানালেও একজন টেস্ট খেলোয়াড় এই সিরিজের জন্য স্বাক্ষর করেছেন বলে ইএসপিএন ক্রিকইনফো তাদের খবরে প্রকাশ করেছে।

আগামী ১২ জানুয়ারি বোর্ড মিটিং শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। একটি সূত্র জানিয়েছে, তার আগে ক্রিকেটাররা বোর্ড সভাপতি নাজমুল হাসানের সাথে বৈঠক করবেন।

২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে অন্য দেশের ক্রিকেটাররা খেলতে অনাগ্রহী। পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলার আয়োজন করে আসছে।

এদিকে বাংলাদেশ যদি পাকিস্তান সফরে না যায় তাহলে বিষয়টি আইসিসিকে জানাতে পারে পিসিবি, কেননা সিরিজের দুটি টেস্ট ম্যাচ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়